রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


১ ডিসেম্বর রাজশাহী কলেজে আসছেন শিক্ষামন্ত্রী


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০১৯ ২২:২৩

আপডেট:
২৯ নভেম্বর ২০১৯ ২২:৪১

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি

বাংলাদেশের ১৩টি শতবর্ষী কলেজের শিক্ষার মানোন্নয়নে পহেলা ডিসেম্বর রাজশাহী কলেজে কর্মশালা অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় বৃহৎ ও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। গতকাল বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষ মহা. হবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, সরকারের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নের জন্য শিক্ষাকে আধুনিকায়ন ও মানোন্নয়নকে গুরুত্ব দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ১৩টি শতবর্ষী কলেজের শিক্ষার মানোন্নয়নে পহেলা ডিসেম্বর রাজশাহী কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

কর্মশালায় শতবর্ষী কলেজের অধ্যক্ষ অংশ নেবেন। এছাড়াও কর্মশালায় শিক্ষা সচিবও উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছে কলেজ প্রশাসন।

এ উপলক্ষে রাজশাহী কলেজে চলছে নানান প্রস্তুতি। দেশের সেরা ও পরিচ্ছন্ন ক্যাম্পাসকে সাজিয়ে তোলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কলেজ প্রশাসন।

 

আরপি/এসআর

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top