রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


কলেজ শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২১ ০০:৫৬

আপডেট:
২৫ নভেম্বর ২০২১ ০০:৫৬

ছবি: সংগৃহীত

রাজধানীর ঝিগাতলায় অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা কলেজের এক শিক্ষার্থী। বুধবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পরে সীমান্ত স্কয়ারের সামনে এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থীর নাম আসাদুল্লাহ। তিনি উচ্চ মাধ্যমিকের ছাত্র। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই শিক্ষার্থী জানান, যারা হামলা করেছে তারা শিক্ষার্থী। তবে কারো কাছে আইডি কার্ড ছিল না বলেও জানান।

এর আগে গত মঙ্গলবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে শিক্ষার্থীরা জড়ো হন। সেইদিনতারা ‘হাফ পাস আমার অধিকার, নয় কোনো আবদার’, ‘হাফ পাস ভিক্ষা নয় আমাদের অধিকার’, ‘হাফ পাস চাই’, ‘দাবি মোদের একটাই হাফ পাস চাই’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ ছাড়াও হাফ পাসের দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় তারা ৪৮ ঘণ্টার মধ্যে হাফ পাসের নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন দাবি করেন। এ ছাড়াও গণপরিবহনে নারী ও শিশুদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতের প্রতিশ্রুতি দাবি করেন। দুপুর একটার দিকে চার রাস্তার মোড়ে আইডিয়াল, সিটি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের পোশাকে দাবি আদায়ের আন্দোলনে নামেন।

বেলা দেড়টার দিকে আন্দোলনে ইতি টানেন শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ের দিকে যাত্রা করেন। এ সময় তারা হামলার শিকার হন দু’দফা। শিক্ষার্থীদের ওপর অতর্কিত একদল যুবক লাঠিসোটা নিয়ে হামলা করেন। ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় নেতৃত্ব দেন বলে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ ছিলো, হামলার আগে ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ আনেন। অভিযোগ থেকে বাধে তর্ক-বিতর্ক। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেন তাদের ওপর। হামলায় অংশ নেন ঢাকা কলেজের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রথম দফা হামলার পর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা জড়ো হলে তাদের ওপর হামলা চালান ছাত্রলীগের কর্মীরা।

 

আরপি/ এমএএইচ-২০



আপনার মূল্যবান মতামত দিন:

Top