রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


জন্ডিসে আক্রান্ত হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত:
৯ জুলাই ২০২১ ২১:১৪

আপডেট:
৯ জুলাই ২০২১ ২১:২৩

ফাইল ছবি

জন্ডিসে আক্রন্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রুবেল আহমেদ মন্ডল (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। শুক্রবার (০৯ জুলাই) সকাল সাতটার সময় ঢাকার পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীর অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রুবেল আহমেদ অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পুনাইল গ্রামের জুরান আলী মন্ডলের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে থাকতেন।

তার সহপাঠী রাজিব আহমেদ বলেন, রুবেল বান্দরবান-খাগড়াছড়ি বেড়াতে গিয়ে সেখানে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছিল। সেখান থেকে আসার পর জন্ডিস ধরা পড়ে। একই সাথে কিডনি ও ফুসফুস আক্রান্ত হয়। তাই তাকে মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকার ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখান থেকে আবার ল্যাবএইডে এবং সর্বোশেষ ঢাকার পপুলার হাসপাতালের আইসিইউতে সে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ বলেন, বিষটি আমি শুনেছি। তার মৃত্যুতে বিভাগ একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। তার অকাল মৃত্যুতে রাবির অর্থনীতি বিভাগ শোক প্রকাশ করছে।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top