রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বাগমারায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


প্রকাশিত:
৩ নভেম্বর ২০১৯ ০৬:৪৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০০:৪৪

ছবি: জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকঃ) শ্রেণীতে জিপিএ-৫ প্রাপ্ত ১ শত ৬০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার উপজেলার সাঁকোয়া-শিকদারী কোল্ড ষ্টোর মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোকবুল হোসেন।

 

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান অনীল কুমার সরকার, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, দুদকের সাবেক পরিচালক প্রফেসর ড. আবুল হাসান, মোহনগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ তরফদার, বাগমারা সাংসদের ছেলে মুফতাসিম হক তাশদীদ, কৃতি শিক্ষার্থীদের মাহফুজা খাতুন প্রমুখ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, রাজশাহী শিক্ষা বোর্ডের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম, মাহমুদ হাসান, বাগমারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম রাবু, যাত্রাগাছি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল ইসলাম, ভবানীগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আ’লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে মোহনগঞ্জ ডিগ্রী কলেজ, বাগমারা ডিগ্রী কলেজ, বালানগর কামিল মাদ্রাসা, হাট-গাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজ, কাতিলা সবুজ সংঘ আদর্শ স্কুল এন্ড কলেজ, বেল ঘরিয়া হাট ফাজিল মাদ্রাসা ও ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ ফলাফলে সেরা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় সালেহা-ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top