রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


আবারও রাবি উপাচার্য ভবনের সামনে বিতর্কিত নিয়োগ প্রাপ্তদের অবস্থান


প্রকাশিত:
২৩ জুন ২০২১ ০৫:৪৬

আপডেট:
২৩ জুন ২০২১ ০৫:৪৭

ছবি: উপাচার্য ভবনের সামনে বিতর্কিত নিয়োগ প্রাপ্তদের অবস্থান

কর্মস্থলে যোগদানের দাবিতে আবারও উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিতর্কিত নিয়োগপ্রাপ্তরা। মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় সিন্ডিকেট সভা শুরুর আগেই অবস্থান নিয়েছে তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটায় উপাচার্য ভবনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্টিত হওয়ার কথা। সন্ধ্যা ৬টার দিকে নিয়োগ পাওয়া ছাত্রলীগের নেতারা ভবনের গেটে অবস্থান নেন। এদের মধ্যে কয়েক জনকে সেখানে শুয়ে অবস্থান নিতেও দেখা যায়।

আন্দোলনকারী ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সুমন বলেন, আমরা এত দিন ধরে পদায়নের দাবিতে আন্দোলন করছি। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েও প্রশাসন কিছুই করছে না। আজ সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। আমাদের বিষয়ে চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত সিন্ডিকেট সভা করতে দেওয়া হবে না।

এর আগেও দুই দফা বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সভা এবং একবার সিন্ডিকেট সভা আটকে দেন আন্দোলনকারীরা।

 

 

 

আরপি/এসআর-২৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top