রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


রাজশাহী বিভাগে করোনায় আরও পাঁচজনের মৃত্যু


প্রকাশিত:
২১ জুলাই ২০২০ ২২:০২

আপডেট:
২১ জুলাই ২০২০ ২২:০৮

 

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগের তিন জেলায় তারা মারা যান। মঙ্গলবার (২১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার তিনজনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া নওগাঁ ও জয়পুরহাটে একজন করে মারা গেছেন। বিভাগে এখন মোট মৃত্যুর সংখ্যা ১৩৮ জন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৮৩ জন মারা গেছেন।

এছাড়া রাজশাহীতে ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নওগাঁয় ১৩, নাটোরে ১, জয়পুরহাটে ২ জন, সিরাজগঞ্জে ১০ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন। সোমবার বিভাগে নতুন ৩১৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এদের মধ্যে ৭৫ জনেরই বাড়ি রাজশাহী। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২৭ জন, নওগাঁর ৬০ জন, বগুড়ার ৪৭ জন, জয়পুরহাটের ২৪ জন, নাটোরের ৩৫ জন, সিরাজগঞ্জের ২৪ জন এবং পাবনার ২২ জন শনাক্ত হয়েছেন।

রাজশাহী বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১০ হাজার ২৭৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ২২৭ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২ হাজার ২৮০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩১৮, নওগাঁয় ৮৩৯, নাটোরে ৩৮৬, জয়পুরহাটে ৬৫১, সিরাজগঞ্জে ১ হাজার ৮৩ জন এবং পাবনায় ৬৯৩ জন শনাক্ত হয়েছেন।

সোমবার বিভাগে সুস্থ হয়েছেন ১০৯ জন। এদের মধ্যে ৬২ জনের বাড়ি সিরাজগঞ্জ। এছাড়া নওগাঁর ১৪ জন, নাটোরের ৭ জন, বগুড়ার ১৭ জন এবং পাবনার ৯ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৯২ জন।

এর মধ্যে রাজশাহীর ৭৬০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩৪ জন, নওগাঁর ৫৯৫ জন, নাটোরের ১৩০ জন, জয়পুরহাটের ১৯০ জন, বগুড়ার ২ হাজার ১৮৭ জন, সিরাজগঞ্জের ২৯৪ জন এবং পাবনার ৩০২ জন করোনামুক্ত হয়েছেন। রাজশাহী বিভাগে এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৭৭ জন কোভিড-১৯ রোগী।

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top