রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


সান্তাহারে দুই শতাধিক অসহায়ের মাঝে ইফতার বিতরণ


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৩ ২৩:৩৩

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১০:৩৯

ছবি: ইফতার বিতরণ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে স্টেশনে দুই শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) ইফতারের আগে উপজেলার সান্তাহার জংশন স্টেশনে দুই শতাধিক রোজাদারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। 

ইফতার বিতরণের বিষয়টি স্টেশনের মাইকে ঘোষণা দেওয়া হলে ৪ নম্বর প্লাটফর্মের দক্ষিণ পাশে ভোজনালয়ের সামনে লোকজন জড়ো হতে শুরু করে। এ সময় ওই ব্যাচের শিক্ষার্থীরা দুই শতাধিক মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন ওই ব্যাচের শিক্ষার্থী শাকিলা আক্তার, সেলিনা আক্তার সাথী, তানজিনা আক্তার তানিয়া ও নয়ন হোসেন সহ অনেকে।

তারা জানান, ২০০১ ব্যাচের বন্ধু মোঃ হাসিব সুলতান, মেজবাহ হোসেন পলাশ, আরিফুজ্জামান রিংকু, আতিকুজ্জামানের সহযোগিতায় উদ্যোগটি গ্রহণ করা হয়। ছিন্নমূল মানুষদের ইফতার করাতে পেরে খুব ভালো লাগছে। বন্ধুদের সমন্বয়ে আগামীতে নানা ধরণের মানবিক উদ্যোগ নেওয়া হবে।

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top