রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ট্রেনের ধাক্কায় ১৫ দিনের শিশুসহ নিহত ২


প্রকাশিত:
২ জুন ২০২২ ০৩:৪৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৪:৩৪

ফাইল ছবি

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা।

বুধবার (১ জুন) বেলা ১২টার দিকে বগুড়া শহরতলীর আকাশতারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মারদিয়া (১৫ দিন) ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টুর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিন্টু ঢাকা থেকে মাইক্রোবাসে তার দুই সন্তানকে নিয়ে মাইক্রোবাসযোগে আকাশতারা শ্বশুরবাড়িতে ফিরছিলেন। বেলা ১২টার দিকে আকাশতারা রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন আসতে দেখে চালক মাইক্রোবাসটি রেল লাইনের পাশে দাঁড় করায়। এসময় লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেন অতিক্রম করার সময় মাইক্রোবাসে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি ছিটকে রেল লাইনের পাশে গাছের সঙ্গে আটকে যায়।

পরে স্থানীয়রা মাইক্রোবাসে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থলেই ১৫ দিন বয়সী শিশু মারদিয়ার মৃত্যু হয় এবং তার বাবা মিন্টু গুরুতর আহত হন।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top