রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


আদমদীঘির চার হাজার শিক্ষার্থী পেল ফাইজার


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২২ ০৯:২৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৫:৩৮

ছবি: টিকা দিতে আসা ছাত্র-ছাত্রীদের ভীড়

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছরের চার হাজার শিক্ষার্থীদের দেয়া হলো ফাইজারের টিকা। এদিকে টিকা দিতে আসা ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সোমবার সকাল ৯ টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে ফাইজারের টিকা প্রথম ডোজের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবনী রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, জেলা পরিষদের সদস্য মুনজু আরা বেগম, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোমিনুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, সোমবার উপজেলার আই,পি,জে পাইলট উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুল এ্যান্ড কলেজ, সান্তাহার হার্ভে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়, উথরাইল উচ্চ বিদ্যালয়, সাওইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও জেএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা দেয়া হয়।

টিকা দিতে আসা সান্তাহার হার্ভে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোবাছসিরা খানম বলেন, এখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। করোনা সুরক্ষার বদলে তো করোনা আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি রয়েছে। এক সাথে একই দিনে এতগুলো স্কুলের ছেলে-মেয়েদের টিকা দেওয়া তারিখ নির্ধারন ঠিক হয়নি।

সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী এমরান হোসেন বলেন, এক সঙ্গে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের টিকা দেওয়া জন্য নিয়ে আসা ঠিক নয়। কারন টিকা দেওয়ার নামে আমরা হয়রানি শিকার হচ্ছি। আগামীতে এক দিন এক স্কুল করে টিকা দেওয়ার দাবী জানায়।

আদমদীঘি উপজেলা পঃ পঃ ডাঃ মোমিনুল ইসলাম বলেন, সকাল ৯ টা থেকে বিকেল পযর্ন্ত চার হাজার শিক্ষার্থীদের টিকা দেয়া হবে এবং পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

 

 

 

 

আরপি/এসআর-১৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top