রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


সান্তাহারে ১৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার এক


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৭:০৭

ছবি: গ্রেফতারকৃত আসামী

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ১৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা। শুক্রবার সকাল ৯ টায় সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, নওগাঁ জেলার ধামইরহাট থানার বস্তাবর কাগজকুটা (চৌঘাট) গ্রামের আজির উদ্দিনের ছেলে বিদ্যুৎ হোসেন (৪২)।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, নওগাঁ থেকে ঢাকাগামী এসআর পরিবহনের এসি বাসে করে ফেন্সিডিল বহন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৯ টায় পৌঁওতা রেলগেট এলাকায় এসআর পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ট্রাভেল ব্যাগ থেকে ১৯ বোতল ফেন্সিডিলসহ যাত্রী বেশে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শুক্রবার দুপুরে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আদমদীঘি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে দুপুরে বগুড়া জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top