রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


আদমদীঘিতে কিশোরীর বিয়ে বন্ধ করলেন ইউএনও


প্রকাশিত:
৮ জুন ২০২১ ০১:৪৫

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৩:২৭

ছবি: প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে কিশোরীর বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না মর্মে পরিবারের লোকজন লিখিত ভাবে অঙ্গীকার নামা প্রদান করেন।

সোমবার দুপুরে সান্তাহার পৌর শহরের পোষ্ট অফিসপাড়ায় এঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর শহরের পোষ্ট অফিস পাড়ার মহল্লার জাহাঙ্গীর হোসেন এর নাবালিকা মেয়ে মোছা: নুরজাহান নদী (১৭) এর সাথে এক ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমীন সোমবার দুপুরে ওই বিয়ে বাড়িতে আসেন। এসে দেখেন বিয়ের অনুষ্ঠানের প্রক্রিয়া চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের খবর পাওয়ার পর বর পক্ষের লোকজন আর কনের বাড়িতে যাননি।

আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন জানান, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিবারটি কে বুঝিয়ে বাল্য বিয়ে থেকে নাবালিকা ওই মেয়েটিকে রক্ষা করা সম্ভব হয়েছে। এ সময় সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বাল্য বিবাহ বন্ধের সার্বিক সহয়োগীতা করেন।

আদমদীঘি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসে আমরা ওই বাল্য বিবাহ বন্ধ করি এবং মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পযর্ন্ত বিয়ে দিতে পারবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

আরপি/ এস

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top