রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

বাঘায় বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২০ ০১:৪৮

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ২২:২০

 কৃষি উপকরণ বিতরণ

রাজশাহীর বাঘায় ২০২০-২১ অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পূনবাসন ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এ প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন করেন।

উপজেলা চত্বওে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ অন্যান্য দপ্তরের অফিসারগণ উপস্থিত থেকে প্রণোদনা কর্মসুচীর আওতায় বিনামুল্যে মোট ৮ প্রকার কৃষি উপকরণ বিতরণ এর উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জানান, আমরা কোন আবাদি জমি ফাঁকা রাখতে চাইনা। এটা মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা মোতাবেক বাঘায় ২ হাজার ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে- বোরো ধান,গম, ভুট্টা, সরিষা,চিনা বাদাম,পেঁয়াজ ও মুগ ডালের বীজসহ পরিমিত সার বিতরণ করবো।

 

আরপি / এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top