রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে প্রতারক চক্রের ২ জন সদস্য আটক


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২০ ০৩:২০

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৫:৩০

নারীদের গোপনে প্রশিক্ষণ ও বিদেশ নিয়ে যাওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে নগরীর তালাইমারীতে থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে এনএসআই। আটককৃতরা হলো: নগরীর তালাইমারী মতির মেয়ে জান্নাতুন নিশি (২১), জারা কোম্পানির স্বত্তাধিকারী পরিচয়ে মামুন (৩০) ।

রাজশাহী নগরীর তালাইমারী কাজলা ফুলতলা মোড় সংলগ্ন সাঁকোপাড়া করবস্থানের দক্ষিণ-পশ্চিমের পদ্মা রক্ষা বাঁধ সংলগ্ন মতি (সাবেক পাহারাদার) বাড়িতে নারীদের নিয়ে গোপন প্রশিক্ষণ ও বিদেশ নিয়ে যাওয়ার মিথ্যা প্রলোভনে কথিত জারা কোম্পানির স্বত্তাধিকারী পরিচয়ে মো. মামুন হোসেন গোপন প্রশিক্ষণ দিচ্ছিলেন ।

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম ও উপ-পরিচালক মোহাম্মদ সৈয়দ হোসেন মেট্রো শাখা এনএসআই রাজশাহীসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতারকদের আটক করেন। 

 

আরপি/ এমআই 


বিষয়: প্রতারক


আপনার মূল্যবান মতামত দিন:

Top