রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

বাঘায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২০ ০২:৩৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৭:৩৮

বিট পুলিশিং সমাবেশ। ছবি: প্রতিনিধি

রাজশাহীর বাঘায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বাঘা পৌরসভা বিট পুলিশিং(৮,৯,১০) এর আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়াতনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা। স্বাগত বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: লায়েব উদ্দিন লাভলু এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও অধ্যক্ষ নছিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান,নারী কাউন্সিলর মর্জিনা আক্তার বাঘা পৌর কাউন্সিলর মোশারফ হোসেন, মহিলা পুলিশ এ এস আই রনি আক্তার,,প্রবাসী শিক্ষার্থী সুর্মিলা সরকার ও দশম শ্রেনীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ ।

অপরদিকে উপজেলার ৭টি ইউনিয়ন ও অপর একটি পৌরসভায় একই দিন, একই সময়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top