রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

নিউজ পোর্টাল রাজশাহী পোস্ট‘র ল্যাপটপ চুরি


প্রকাশিত:
৩১ জুলাই ২০২০ ০৫:০২

আপডেট:
৩১ জুলাই ২০২০ ০৫:০৩

রাজশাহী পোস্ট ডট কম’র কার্যালয় থেকে ল্যাপটপ চুরি

রাজশাহী থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাজশাহী পোস্ট ডট কম’র কার্যালয় থেকে ল্যাপটপ চুরি হয়েছে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নগরীর উপশহর দড়িখরবোনা এলাকায় কার্যালয়টির জানালার গ্রিল ভেঙ্গে এ ল্যাপটপ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ল্যাপটপ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই সেটি উদ্ধার করে চোরকেও শনাক্ত করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজশাহী পোস্ট’র সম্পাদক শামীম কবির বলেন, বুধবার রাতে অফিস বন্ধ করে রাতের ইনচার্জ বাসায় যান। বৃহস্পতিবার ভোরে পুনরায় অফিসে ঢুকে জানালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। অন্যান্য যন্ত্রপাতি থাকলেও চোর শুধু ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। গণমাধ্যমের অফিস থেকে এভাবে ল্যাপটপ চুরি সত্যিই অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ল্যাপটপ চুরির বিষয়ে থানায় অভিযোগ এসেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ল্যাপটপ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

 আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top