রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

অতিরিক্ত মূল্যে ডিম-কেরাসিন বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত:
২১ আগস্ট ২০২২ ০৩:২৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১২:১৯

ছবি: সংগৃহিত

রাজশাহীতে সেবার মান যাচাইয়ে বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় নির্ধারিত মূল্যের চেয়েও বেশি মূল্যে ডিম ও কেরাসিন বিক্রি করায় এক দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় এ অভিযান চালানো হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

হাসান আল মারুফ জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীতে বাজার তদারকি অভিযান চালানো হয়। এসময় নগরীর কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অতিরিক্ত মূল্যে ডিম ও কেরাসিন বিক্রি করায় কামরুল স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করায় একই এলাকার রাফি ট্রেডার্সকে ২ হাজার টাকা ও মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করায় রাদিয়া মাংস স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদফতরের এই কর্মকর্তা।

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top