রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসেবায় অনিয়ম, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা


প্রকাশিত:
৪ আগস্ট ২০২২ ০৮:৫২

আপডেট:
৫ আগস্ট ২০২২ ০২:০৬

ছবি: সংগৃহিত

রাজশাহীতে স্বাস্থ্যসেবায় অনিয়মের দায়ে এক ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করার অপরাধে আল আরাফা ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বুধবার (৩ আগস্ট) দুপুরে নগরীর রাজিব চত্ত্বর এলাকায় ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করে। ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ অভিযানের নেতৃত্ব দেন। 

বিষয়টি নিশ্চিত করে হাসান আল মারুফ জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে বুধবার দুপুরের দিকে নগরীর রাজিব চত্ত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের দায়ে আল আরাফা ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়াও ঘোষপাড়া এলাকায় লাইসেন্স বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ইসলাম ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

এদিন অভিযানে নগরীর দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদফতরের এই কর্মকর্তা। 

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top