রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ৩ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা


প্রকাশিত:
২৯ জুলাই ২০২২ ০৯:২৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২১:৪৫

ছবি: সংগৃহিত

সেবার মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় রাজশাহী নগরীর একটি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় নগরীর লক্ষ্মীপুর এলাকায় এই অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

তিনি বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে নগরীর লক্ষ্মীপুর এলাকার আল আমান হাসপাতালে অভিযান চালানো হয়েছে। বেসরকারি হাসপাতালটিতে সেবার মূল্য তালিকা পাওয়া যায়নি। এই ঘটনায় হাসপাতালটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর একই এলাকার রেইনবো ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালিয়ে রোগ নির্ণয় কেন্দ্রের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া গেছে। এই ঘটনায় দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

হাসান-আল-মারুফ আরও জানান, তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

 

আরপি/ এমএএইচ-২১



আপনার মূল্যবান মতামত দিন:

Top