রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

ভূমি ও গৃহহীনমুক্ত হচ্ছে রাজশাহীর তিন উপজেলা


প্রকাশিত:
২০ জুলাই ২০২২ ০৫:৪৪

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৪:০৮

ভূমি ও গৃহহীনমুক্ত হচ্ছে রাজশাহীর তিনটি উপজেলা। আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) অনুষ্ঠানিকভাবে জেলার বাঘা, চারঘাট ও মোহনপুর উপজেলাকে শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

তিনি জানান, জেলায় হালনাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৪ হাজার ৩২১। ১ম পর্যায়ে প্রধানমন্ত্রী উদ্বোধনের মাধ্যমে ৬৯২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেয়া হয় ঘরের চাবি। একইসঙ্গে ২ শতক জমি বিনামূল্যে বন্দোবস্ত, কবুলিয়ত ও নামজারী সম্পাদন করে দেয়া হয়। এছাড়া দেয়া হয় সুপেয় পানি ও বিদ্যুৎ সংযোগ।

আব্দুল জলিল বলেন, একইভাবে ২য় পর্যায়ে পুনর্বাসিত করা হয় ৮৫৪টি পরিবার। ৩য় পর্যায়ে ১৩২৪টি ঘরের মধ্যে ১ম ধাপে ১.১৪৯টি ঘর প্রদান করা হয়। ৩য় পর্যায়ে (২য় ধাপে) ১৭৫টি ঘরের চাবি প্রদান করা হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে। ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ‘ক’ তালিকাভুক্ত পরিবারের সংখ্যা ২ হাজার ৮৭০টি। অবশিষ্ট ১ হাজার ৪৫১টি পরিবারকে পুনর্বাসন করা সম্ভব হবে এ বছরের মধ্যেই।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top