রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে রোভার স্কাউট লিডার ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২১ ০৭:১২

আপডেট:
৩০ নভেম্বর ২০২১ ০৭:১৩

ছবি: ওরিয়েন্টেশন কোর্স

বাংলাদেশ স্কাউটস রোভার রাজশাহী অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলা রোভারের ব্যবস্থাপনায় ৩০৩তম রোভার স্কাউট লিডার ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজশাহী শিশু একাডেমী মিলনায়তনে রাজশাহী জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার ৫০ জন শিক্ষককে নিয়ে এই ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।

কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও রাজশাহী জেলা রোভারের সভাপতি আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শরিফুল হক।

এসময় রাজশাহী বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ড. মোঃ জহিরুল ইসলাম এবং কোর্স পরিচালক প্রফেসর সন্তোষ কুমার চৌধুরী, এলটি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা রোভারের কমিশনার প্রফেসর ইলিয়াছ উদ্দিন, জেলা রোভার স্কাউট লিডার হেলাল উদ্দিন, জেলা রোভারের সহকারী কমিশনার, ড. হাস্না আরা, মাইনুল ইসলাম, হাসলিনা কেবি, রোভার স্কাউট লিডার সৈয়দুল আজম, নুর উদ্দিন পান্না, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদির প্রমূখ উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা রোভারের সম্পাদক এস. এম. মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন রোভার হাফিজ, জুয়েল, সাজ্জাদ, সাকিরুল ও জেলা রোভার এর সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার মোস্তাকিন রহমান নাবিল। 

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top