রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২১ ২২:৫২

আপডেট:
১৮ অক্টোবর ২০২১ ২৩:৫৩

ছবি: মানববন্ধন

শারদীয় দূর্গোৎসবে ও পরবর্তীতে কুমিল্লা, চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালির চৌমুহনি, চট্টগ্রাম, রংপুরের পীরগঞ্জ সহ বিভিন্ন মন্দির ও দুর্গাপূজার মন্ডপে হামলা-লুটপাট, অগ্নিসংযোগ এবং ইসকন মন্দিরে হামলা চালিয়ে মানকি সাহা, যতন সাহা, নিমাই কৃষ্ণকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সাহেব বাজার জিরো পয়েন্টে ইসকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ, মহিলা ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ ও রাজশাহীর সকল পূজা মন্ডপের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

ইসকন রাজশাহী কেন্দ্রের অধ্যক্ষ রামেশ্বর দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, রাজশাহী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, নগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অলোক কুমার দাস, সহ-সভাপতি গৌতম দাস, সাংগঠনিক সম্পাদক মৃদুল সাহা, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, বোয়ালিয়া থানার সাধারণ সম্পাদক সুমন ঘোষ, মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক বরুনা শীল, ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রুদ্র ধর, সনাতন বিদ্যার্থী সংসদের সমন্বয়ক রনি সরকার প্রমুখ।

এসময় নগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ বলেন, অবিলম্বে সারাদেশে নারকীয় তান্ডবকারী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু জনসাধারণদের নিরাপত্তার জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তিকে কোন ভাবে প্রশয় দেওয়া যাবে না। অতি দ্রুত তাদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। সেই সাথে আগামী ২৩ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাহেব বাজার জিরো পয়েন্টে সকাল থেকে গণঅনশন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিলে সকলকে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top