রাজশাহী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১

নগরীতে ২১৬ বোতল অ্যালকোহলসহ আটক দুই


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২১ ০০:০১

আপডেট:
১৬ এপ্রিল ২০২৪ ১৯:২৯

ছবি: আটককৃত আসামীরা

রাজশাহী মহানগরীতে অভিযান পরিচালনা করে ২১৬ বোতল অ্যালকোহলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আরএমপি'র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃত আসামীরা হলো নগরীর বোয়ালিয়া মডেল থানার ফিরোজাবাদ গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে নূর মোহাম্মদ (৫২) ও রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ সবুজ (৩৮)।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৫.৫০ টায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব নিবারন চন্দ্র বর্মনের (পিপিএম) নেতৃত্বে এসআই গোলাম মোস্তফা ও তার টিম অভিযান পরিচালনা করে নগরীর দোসর মন্ডলের মোড়ে দৈনিক উপাচার পত্রিকা অফিসের পাশে থেকে ঢাকা মেট্রো-চ-৫১-৪৩৯৪ মাইক্রোবাস আটক করে তল্লাশী করে। এসময় মাইক্রোবাসের ভিতর হতে ২১৬ বোতল অ্যালকোহল উদ্ধার করে এবং মাদক বহনের অভিযোগে আসামী নূর মোহাম্মদ (৫২) ও মোঃ সবুজ (৩৮)-কে আটক করে।

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিশ্রিত মদ বানানোর জন্য অ্যালকোহলগুলো সংগ্রহ করেছিলো। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top