রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

রাসিকের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২১ ০২:১৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১১:০১

ছবি: সংগৃহীত

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ রাস্তার ও ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।

তিনি জানান, নগর ভবন হতে কাদিরগঞ্জ গ্রেটার রোড হয়ে বর্ণালী মোড় হয়ে রাজিব চত্বর হয়ে ঘোষপাড়া মোড় হয়ে সদর হাসপাতাল মোড় হয়ে সিটি কলেজ গেট হয়ে সোনাদিঘি মোড় হয়ে সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে নগর ভবন পর্যন্ত বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ রাস্তার ও ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাজশাহী সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরপি/ এমএএইচ-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top