রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

পুঠিয়ায় গুড় কারখানায় অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা


প্রকাশিত:
১০ নভেম্বর ২০১৯ ০৩:৫৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২১:৫৮

ছবি:পুঠিয়ায় গুড় কারখানায় অভিযান

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায় একটি গুড় কারখনায় অভিযান চালিয়ে ভেজাল খেজুর গুড় মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছ। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বরে মেসার্স তামিম ট্রেডার্স, প্রোঃ আমির হোসেন এর আড়তে ভ্রাম্যমান আদালত পরিচালিত করি। এ সময় ঢাকায় বাজারজাত করার উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৮৩ টিপ্লাস্টিকের (ক্যারেটে) ঝুড়িতে প্রায় ১,৩৭,০০০/- টাকা মূল্যের ভেজাল খেজুর গুড় জব্দ করা হয়। এবং ব্যবসায়ী আমিরকে ৩০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান শেষে জব্দকৃত ভেজাল গুড় পানিতে ফেলে ধ্বংস করা হয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top