রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পুকুরে ডুবে শিশুর প্রাণহানী


প্রকাশিত:
৩ মে ২০২১ ০৬:০৪

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০২:৪৮

প্রতিকী ছবি

রাজশাহীর দুর্গাপুরে পুকুরে ডুবে সাগর কাজী নামে দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে সাগর উপজেলার পানানগর গ্রামের বাসিন্দা রইচ কাজীর ছেলে ও পানানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। রোববার (২ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, রোববার উপজেলার পানানগর পূর্বপাড়া কামারপুকুরে বিষ প্রয়োগ করে। বেলা ১২টার দিকে এলাকার অনেক মানুষ ওই বিষ প্রয়োগ করা পুকুরে মাছ ধরছিলেন। সাগরকে পুকুরের পাড়ে বসিয়ে রেখে তার জমজ বোন সাথী খাতুনও পুকুরে মাছ ধরছিল।

মাছ ধরার কোনো এক সময়ে সাগর পুকুর পাড় থেকে পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পরে পানিতে তলিয়ে থাকা সাগরের মরদেহ পুকুরে মাছধরা এক ছেলের পায়ের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, তিনি পুকুরে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়েছেন। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top